মা হিসেবে আপনি যখন আপনার নবজাতককে কোলে নেন, তখন পৃথিবীর সেরা নিরাপত্তাটাই তাকে দিতে চান। বাজারের চাকচিক্যময় সিন্থেটিক কাঁথা বা নামহীন ব্র্যান্ডের ভিড়ে আপনি হয়তো দ্বিধায় পড়েন, আসলেই কি এগুলো আমার বাবুর জন্য নিরাপদ?
আমরা গর্বের সাথে বলছি, ‘ভালবাসি’ কেবল একটি কাঁথা নয়, এটি মায়ের মমতার মতোই নিরাপদ একটি আচ্ছাদন। কিন্তু কেন আমরাই সেরা? চলুন জেনে নিই ৫টি বিশেষ কারণ, যা আমাদের অন্যদের থেকে আলাদা করেছে।

১০০% সুতি কাপড়ের নিশ্চয়তা (No Compromise with Quality)
বাজারে অনেকেই ‘সুতি’ বলে মিক্সড কাপড়ের কাঁথা বিক্রি করেন। কিন্তু ‘ভালবাসি’ কাঁথা তৈরি হয় ১০০% পিওর ভয়েল ও সুতি মূল কাপড় দিয়ে।
-
লাভ: এটি বাচ্চার কোমল ত্বকে বাতাসের প্রবাহ ঠিক রাখে। ফলে গরমে বাচ্চা ঘামবে না এবং শীতে পাবে আরামদায়ক উষ্ণতা।
গিট-মুক্ত ও খোঁচাবিহীন সেলাই (আমাদের বিশেষত্ব)
সাধারণ নকশী কাঁথায় প্রায়ই সুতার গিট বা ‘দাঁড়িয়ে থাকা সুতা’ থাকে, যা বাচ্চার নরম চামড়ায় ঘষা লেগে লাল হয়ে যায় বা বাচ্চা অস্বস্তি বোধ করে।
-
‘ভালবাসি’র যত্ন: আমাদের কাঁথায় সুতার কোনো গিট থাকে না। আমাদের দক্ষ কারিগররা এমনভাবে ফিনিশিং দেন যে কাঁথার দুই পিঠই মাখনের মতো মসৃণ থাকে। বাবুর প্রশান্তির ঘুমে কোনো কিছুই বাধা হবে না।
রং ও কাপড়ের গ্যারান্টি
বাচ্চার কাঁথা বারবার ধুতে হয়। সাধারণ কাঁথা দুবার ধোয়ার পরেই রং উঠে ফ্যাকাশে হয়ে যায় বা কাপড় খসখসে হয়ে যায়।
-
আমাদের গ্যারান্টি: আমাদের কাঁথার রং ১০০% পাকা। আপনি যতবারই ধোন না কেন, এর উজ্জ্বলতা নষ্ট হবে না এবং কাপড় খসখসে হবে না। বরং ব্যবহারের সাথে সাথে এটি আরও নরম হবে।
সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী ব্যবহার
বাচ্চারা খুব দ্রুত বড় হয়, তাই ছোট সাইজের কাঁথা কয়েক মাস পরেই আর কাজে লাগে না।
-
স্মার্ট সাইজ: আমাদের প্রতিটি কাঁথা ২৬×৩২ ইঞ্চি সাইজের। এটি এতটাই পারফেক্ট যে, নবজাতক থেকে শুরু করে আপনার সোনামনি ২ থেকে ২.৫ বছর বয়স পর্যন্ত অনায়াসেই ব্যবহার করতে পারবে। বারবার কাঁথা কেনার ঝামেলা ও খরচ দুটোই বাঁচবে!
সরাসরি আমাদের তত্ত্বাবধানে তৈরি
আমরা কোনো থার্ড পার্টি বা পাইকারি বাজার থেকে পণ্য কিনে বিক্রি করি না।
-
বিশ্বস্ততা: সুতা কেনা থেকে শুরু করে গ্রামের দক্ষ নারীদের দিয়ে সেলাই করানো এবং প্যাকেজিং—পুরো প্রক্রিয়াটি আমাদের নিজস্ব তত্ত্বাবধানে হয়। তাই কোয়ালিটির ব্যাপারে আমরা থাকি শতভাগ আপোষহীন। প্রতিটি কাঁথায় থাকে আমাদের মমতার স্পর্শ।
শেষ কথা
আপনার সন্তানের ত্বক অত্যন্ত সংবেদনশীল। তাই সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে নিম্নমানের কাঁথা কিনে ঝুঁকি নেবেন না। ডিজাইন, কোয়ালিটি এবং নিরাপত্তার বিচারে ‘ভালবাসি’ কাঁথাই হোক আপনার সোনামনির প্রথম পছন্দ।
কারণ আমরা বিশ্বাস করি— “সোনামনির সুরক্ষা মানেই মায়ের মুখের হাসি।”
আপনার সোনামনির জন্য সেরা মানের কাঁথাটি অর্ডার করতে এখনই ভিজিট করুন ValoBashi.com বা WhatsApp এ ম্যাসেজ করুন।
